শিরোনামঃ সমুদ্র সন্তান<br />শিল্পীঃ সঞ্জীব চৌধুরী<br />অ্যালবামঃ বাড়ি ফেরা হল না<br /><br />চোখটা এত পোড়ায় কেন?<br />ও পোড়া চোখ সমুদ্রে যাও,<br />সমুদ্র কি তোমার ছেলে?<br />আদর দিয়ে চোখে মাখাও (২)<br /><br />বুক জুড়ে এই বেজান শহর<br />হা হা শূণ্য আকাশ কাঁপাও,<br />আকাশ ঘিরে শঙ্খচীলের<br />শরীর চেরা কান্না থামাও,<br />আকাশ ঘিরে শঙ্খচীলের<br />শরীর চেরা কান্না থামাও,<br />সমুদ্র কি তোমার ছেলে?<br />আদর দিয়ে চোখে মাখাও।<br />চোখটা এত পোড়ায় কেন?<br />ও পোড়া চোখ সমুদ্রে যাও,<br />সমুদ্র কি তোমার ছেলে?<br />আদর দিয়ে চোখে মাখাও।<br /><br />আমি তোমার কান্না কুড়াই<br />কান্না উড়াই কান্না কাপাই<br />কান্না আমি পান করে যাই<br />এমন মাতাল কান্না লিখি<br />কান্না আমি পান করে যাই<br />এমন মাতাল কান্না লিখি<br />সমুদ্র কি তোমার ছেলে<br />আদর দিয়ে চোখে মাখি<br /><br />চোখটা এত পোড়ায় কেন?<br />ও পোড়া চোখ সমুদ্রে যাও,<br />সমুদ্র কি তোমার ছেলে?<br />আদর দিয়ে চোখে মাখাও(২)